Market

বর্তমানে গোটা বিশ্বে ডিজিটাল কারেন্সি সবার মনেই ব্যপক আগ্রহ তৈরি করেছে। প্রতিদিন, প্রতিনিয়ত আমাদের কাছে ক্রিপ্টোকারেন্সির নানা খবর এসে পৌঁছয়। তার সুবাদেই আমাদের কাছে বিটকয়েন, ইথেরিয়ামের মত নামগুলো বেশ পরিচিতি পেয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, পৃথিবীর অধিকাংশ দেশ এখনও ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোনরকম আশার আলো দেখায়নি। চিন, বাংলাদেশ এমনকি আমাদের ভারতেও ক্রিপ্টোকারেন্সি এখনও অবৈধ। তার অন্যতম কারণ, এই ক্রিপ্টোকারেন্সি কোনভাবেই সরকারের দ্বারা নিয়ন্ত্রিত নয়। তাই ডিজিটাল মুদ্রাকে জনপ্রিয় করতে ভারত সরকার একটু বুদ্ধি খাটাল। ব্লক চেন পদ্ধতি ব্যবহার করেই ডিজিটাল মুদ্রা আনার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
সম্প্রতি যে বাজেট পেশ হল, সেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন ভারতেও ডিজিটাল মুদ্রা চালু করা হবে। আর সেটা ক্রিপ্টোকারেন্সির মত অবৈধ হবে না। কারণ এই ডিজিটাল মুদ্রা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকার। বা বলা ভালো আরবিআই। এর ফলে মানুষের হাতে ভবিষ্যতে দু’ধরণের মুদ্রা ব্যবহারের প্রচলন বাড়বে। এক, কাগজের নোট। দুই, ডিজিটাল কারেন্সি। এই দুটো মুদ্রাই একইকাজে ব্যবহার করতে পারবে সাধারণ মানুষ। এই ডিজিটাল মুদ্রা চালু হলে সরকারের কি লাভ হবে জানেন? সেটাই বলছি।
ডিজিটাল মুদ্রা ভারত সরকার যদি ঠিকঠাকভাবে মানুষের কাছে নিয়ে আসতে পারে তাহলে আগামিতে ছাপানো নোটের ব্যবহার কমে যাবে। কারণ আপনি পাড়ার মুদিখানার দোকানে জিনিস কিনুন বা সুপার মার্কেটে। ডিজিটাল মুদ্রা সঙ্গে থাকলে আপনারই নিশ্চিন্দি। ফলে সরকার যত কাগজের নোটের ব্যবহার কমাবে ততই ডিজিটাল মুদ্রার জনপ্রিয়তা আরো বাড়বে। আর দ্বিতীয় ব্যাপার হল, ক্রিপ্টোকারেন্সি ভারতে চালু হয়ে গেলে সেখানে সরকারের কোন নিয়ন্ত্রণ থাকত না। সেদিক থেকে দেখতে গেলে, ক্রিপ্টোকারেন্সিকে ভালোভাবেই আটকে দিতে সক্ষম হল ভারত সরকার। ভারতে ডিজিটাল মুদ্রা নিয়ে যেভাবে হিড়িক বাড়ছে তাতে করে সাধারণের মধ্যে ডিজিটাল মুদ্রা নিয়ে পদক্ষেপ শোনানোর সেরা সময় বলতে এটাই। আর নিজের দেশে যে জিনিসটি পাওয়া যায়, তাকে বাদ দিয়ে বাইরের জিনিসকে গ্রহণ করবেই বা কেন দেশের মানুষ? সুতরাং এক ঢিলে দুই পাখি…
শেষে আরেকটা কথা বলি। এই যে ক্রিপ্টোকারেন্সি মানুষের মুখে মুখে ঘুরছে। ব্লক চেন পদ্ধতি মানুষের মধ্যে আগ্রহ তৈরি করছে সেই ক্রিপ্টোকারেন্সি কি? কোথা থেকেই বা ক্রিপ্টোকারেন্সি গোটা বিশ্বের অর্থনীতির পরিচিত ছবিটাকে একেবারে পাল্টে দিল সেই কথাটা বলব আরেকটা প্রতিবেদনে। তার জন্য আপনাদের চোখ থাকুক বিজনেস প্রাইম নিউজে।
ব্যুরো রিপোর্ট