Daily
আবারও ভাগ্যের চাকা ঘুরে গেল দিঘার মাছ ব্যবসায়ীদের। পূর্ব ভারতের সর্ববৃহৎ নোনা জলের মাছের নিলাম কেন্দ্র দীঘা মোহনায় সম্প্রতি উঠল প্রায় ২২ টি তেলিয়া ভোলা। সব মাছ মিলিয়ে প্রায় কোটি টাকা মূল্য উঠেছে বাজারে। গত শনিবার ভুবন বেরা নামে এক মৎস্যজীবীর ট্রলারে প্রায় ২২ টি তেলিয়া ভোলা ওঠে। যার প্রত্যেকটির ওজন ২০ থেকে ২২ কিলো করে। কোলকাতার এক কোম্পানির সাথে, ১৪ হাজার ৮০০ টাকা কিলো দরে চলে নিলাম পর্ব । যার বাজার মূল্য ৬৫ লক্ষ টাকারও বেশি।
স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, বেশ কয়েকটি তেলিয়া ভোলা বিসিবি নামক একটি আড়তে উঠেছে। এবং সেগুলির বাজার মূল্য প্রায় কোটি টাকার কাছাকাছি। এই মাছগুলির এত বেশি দাম হওয়ার মূল কারণ হচ্ছে এগুলি থেকে জীবনদায়ী ওষুধ তৈরি করা হয়। এর মধ্যে বেশিরভাগ মাছই বিদেশে রপ্তানি করা হবে বলে মনে করা হচ্ছে।
পূর্ব মেদিনীপুর
প্রসূন ব্যানার্জী