Daily

জয় বাংলার মেয়ের। আন্তর্জাতিক মঞ্চ থেকে এল স্বীকৃতি। প্রেরক গুগল এবং গ্রাহক দ্বাদশ শ্রেণীর দিগন্তিকা বোস। কারণ, দিগন্তিকার আবিষ্কার এই কঠিন সময়ে নিয়ে এসেছে অনেকখানি আশা।
দিগন্তিকা আবিষ্কার করেছে ভাইরাস নিরোধক মাস্ক। যা গুগল আর্টস অ্যান্ড কালচারে বিশ্বের সেরা দশটি অনুপ্রেরণামূলক ডিজাইন হিসেবে স্হান করে নিয়েছে। দিগন্তিকার দেওয়া এই মাস্কটি হল ভাইরাস ডিটারেন্ট মাস্ক ২০২০। কিভাবে হল এই আবিষ্কার?
জানান হয়েছে, নেগেটিভ আয়নগুলি বাতাসের সংস্পর্শে এসে ভাইরাস ধ্বংস করে দেয়। তাই, সাবান-জলের মিশ্রণ দুটি রাসায়নিক ফিল্টারে যুক্ত করানো হয়েছে। যা গৃহীত বাতাসকে বিশুদ্ধ করে ধ্বংস করে দেবে ভাইরাস। গুগল দিগন্তিকার এই সমগ্র উদ্ভাবনটির সুন্দরভাবে ব্যাখ্যা করেছে।
দিগন্তিকা মেমারি ভি এম ইনস্টিটিউশনের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। কিন্তু ইতিমধ্যেই ১১টি উদ্ভাবনের জন্য ঝুলিতে পুড়েছে উদ্ভাবনী খেতাব। দিগন্তিকার আবিষ্কারকে চাক্ষুষ করতে ঘুরে আসতে হবে গুগল আর্টস অ্যান্ড কালচারের মিউজিয়মে।
পাপাই সরকার, পূর্ব বর্ধমান