Daily

একই টিকার দুটি ডোজ তাও ঠিক আছে। কিন্তু দুটো ভিন্ন টিকার দুটো ডোজ? সতর্ক করছেন বাংলাদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী। তিনি বলছেন সংক্রমণ ঠেকাবার জন্য দুটি ভিন্ন টিকার ভিন্ন ডোজ নেবার কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। উল্টে হতে পারে বিভিন্ন রকম পার্শ্বপ্রতিক্রিয়া।
তিনি বলছেন, করোনা সংক্রমণ রোখার জন্য কেউ অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন তারপর দ্বিতীয় ডোজ অন্য কোন টিকার নেওয়া যাবে কিনা সেই নিয়ে এখনও চলছে বিস্তর গবেষণা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য ৫০ বছরের বেশি বয়সের ৮৩০ জন স্বেচ্ছাসেবককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গবেষণার প্রধান অধ্যাপক স্ন্যাপ জানিয়েছেন, দুই ধরণের টিকা নেওয়ার ফলে দুর্বলতা, শরীর ঠাণ্ডা হয়ে যাওয়া, মাথাব্যথা, অস্থিরতার মত বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। যদিও আগামী জুন মাসে এই পরীক্ষার পুরো রিপোর্ট প্রকাশিত হবে।
তবে গত এপ্রিল মাসে ১ হাজার ৫০ জন স্বেচ্ছাসেবীর ওপর মডার্না ও নোভাভ্যাক্সের মিশ্র টিকার গবেষণা চালানো হয়। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পরে অনেকের মধ্যে দুর্বলতার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। যাঁরা অ্যাস্ট্রাজেনেকার এক ডোজ ও ফাইজারের আরেক ডোজ টিকা নিয়েছেন, তাঁদের ৩৪ শতাংশের মধ্যে জ্বর জ্বর ভাব দেখা দিয়েছে।
ঋদি হক, ঢাকা