Market

পেট্রোলের পর এবার ডিজেলের ঝোড়ো ব্যাটিং। রাজ্যের মধ্যে দার্জিলিংয়ে সেঞ্চুরি করল ডিজেল। দাম ছাড়াল একশোর বাউন্ডারি। একইভাবে কার্শিয়াংয়ে ডিজেলের দাম পৌঁছল ১০০ টাকা ১৭ পয়সায়। স্বাভাবিকভাবেই দার্জিলিং ভ্রমণ যে ক্রমশ মহার্ঘ্য হয়ে উঠছে, সে কথা বলাই যায়।
পাহাড়ে পেট্রোল শতরান করে ফেলেছে আগেই। এবার ডিজেলের হু হু করে মূল্যবৃদ্ধি কার্যত চিন্তায় ফেলে দিল সেখানকার পর্যটন ব্যবসায়ীদের। সবচেয়ে বেশি আশঙ্কা ঘনিয়ে এসেছে গাড়ি চালকদের মাথায়। কারণ ডিজেলের দাম বাড়া মানেই গোটা পর্যটন শিল্প ক্রমশই মহার্ঘ্য হয়ে উঠবে। এমনিতেই অতিমারির জোরালো কামড়ে পাহাড়ে পর্যটকদের পা পড়েছে অন্যান্য বছরের থেকে অনেকটা কম। এরপর পর্যটন ব্যবসা যখন অচলাবস্থা কাটিয়ে ফের পুরনো ছন্দে ফিরে আসতে শুরু করে সেইসময় খলনায়কের ভূমিকায় হাজির হল ডিজেলের বেনজির মূল্যবৃদ্ধি।
শুধু দার্জিলিং নয়। ডিজেলের দাম ক্রমশই লাগামছাড়া হয়ে উঠছে আলিপুরদুয়ার এবং কোচবিহারেও। এই দুই জেলাতেই ডিজেলের দাম ছাড়িয়েছে ১০০-র গণ্ডি। লাগাতার এই মূল্যবৃদ্ধি উত্তরের পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের জন্য অশনি সংকেত বলাই যায়। ফলে পাহাড়ে অচ্ছে দিন কার্যত দাঁড়িয়ে পড়েছে প্রশ্নের মুখে।
ব্যুরো রিপোর্ট