Daily

ডিআইয়ের কঠোর নির্দেশবানে কার্যত ফ্যাসাদে শিক্ষকরা। টিকা ছাড়া আর স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল ডিআই। এমন নির্দেশে বেশ খানিকটা অসন্তুষ্ট প্রধান শিক্ষক এবং শিক্ষকরা।
সরকারি কর্মীদের মধ্যে শিক্ষকরা টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার রয়েছে। ভোটের ডিউটির সময় এক বড় অংশের শিক্ষকমন্ডলীর টিকাকরণ হয়। তবে যাঁরা সেসময় টিকার দু’টি বা একটি টিকার ডোজও পাননি, তাঁদের জন্য জেলায় জেলায় শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি । বিভিন্ন স্কুল এবং শিক্ষার প্রশাসনিক ভবনে চলছে সেই কর্মসূচি। ২ রা এবং ৩ রা জুন কলকাতার বাসিন্দা কিন্তু বাইরের স্কুলে কর্মরত, এমন প্রায় নশোর কাছাকাছি শিক্ষক-শিক্ষিকাদের টিকা দেওয়া হবে। টিকা নিয়ে ভীতি বা অবিশ্বাস রয়েছে শিক্ষকদের একাংশের মধ্যে। তাদের জন্যই এই কড়া ভাষায় আদেশ জারি করছেন ডিআইরা।
স্কুল শিক্ষা কমিশনের প্রত্যেকটি জেলার সরকারি জেলাশাসক শিক্ষা বিষয়ক আধিকারিক এবং মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে একটি ভিডিও কনফারেন্সে বলা হয়েছে কোনও শিক্ষক যেন টিকা থেকে বাদ না পড়েন। ছাত্রছাত্রীদের সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তারা।
ব্যুরো রিপোর্ট