Trending

ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবে সবাই একবাক্যে স্বীকার করেন মহেন্দ্র সিং ধোনিকে। বিশ্ব ক্রিকেটে তিনি অন্যতম সফল ক্রিকেটার। ক্রিকেটপ্রেমীদের কাছে তাঁর ক্রিকেট কেরিয়ার নিয়ে কোন কিছুই অজানা নয়। কিন্তু জানেন কি, মহেন্দ্র সিং ধোনি একজন সফল বিনিয়োগকারী? বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিনিয়োগ রয়েছে। উল্লেখ্য, ধোনি বিনিয়োগ করেছেন বেশ কয়েকটি স্টার্ট আপ সংস্থায়। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন স্টার্ট আপ সংস্থায় বিনিয়োগ করেছেন মহেন্দ্র সিং ধোনি।
১। Garuda Aerospace:
Garuda Aerospace একটি স্টার্ট আপ সংস্থা যেখানে বিনিয়োগকারী হিসেবে নাম রয়েছে মহেন্দ্র সিং ধোনির। একইসঙ্গে তিনি এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এই সংস্থাটি সাধারণত কৃষি, নিরাপত্তা বা ডেলিভারির মত সেক্টরে পরিষেবা প্রদান করে।
২। Homelane:
এটি একটি ইন্টিরিয়র ডেকোরেশন কোম্পানি। এই সংস্থাটির সঙ্গে ধোনির তিন বছরের মতন চুক্তি রয়েছে। এই সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। একইসঙ্গে এই সংস্থায় তাঁর শেয়ারও রয়েছে। যদিও শেয়ারের অঙ্ক কতটা সেই বিষয়ে জানা যায়নি।
৩। KhataBook:
এই সংস্থাটি এমএসএমই সেক্টরে পরিষেবা দিয়ে থাকে। ২০২০ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পাশাপাশি ধোনি বিনিয়োগ করেছেন এখানে। তবে এক্ষেত্রেও তাঁর বিনিয়োগের অঙ্ক কতটা সেটা জানা যায়নি।