Daily

এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভি (২৫৯ হেক্টর) র পরিচিত রূপটি বদলে যেতে চলেছে। আর এই বদল আনছে আদানি গ্রুপ। মহারাষ্ট্র সরকার আনুষ্ঠানিক ভাবে এই ভার তুলে দিয়েছে আদানি গ্রুপের ওপর। তবে সরকার সরাসরি এই দায়িত্ব আদানি গ্রুপকে দেয় নি। এর জন্য বিডিং করা হয়েছিল। আর বিডিং করেই এই দায়িত্ব পেয়েছে আদানি। জানা গেছে ২০,০০০ কোটি টাকা দিয়ে বিডিং জিতেছে আদানি।
প্রায় ১০ লাখ বসতিপূর্ণ এই ধারাভি পৃথিবীর সবথেকে ঘন বসতিপূর্ণ এলাকাগুলির মধ্যে অন্যতম। এই বস্তি জনপ্রিয় বান্দ্রা কুরলা কমপ্লেক্স এটিকাছে অবস্থিত। এই বিশাল জায়গা জুড়ে থাকা ধারাভি, এই ফারমাসিউটিক্যালস, চামড়া জাত পণ্য, গার্মেন্টস তৈরির সঙ্গে সঙ্গেই বিভিন্ন ছোট অসংগঠিত শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত।
এই প্রকল্পে ২.৫ স্কয়ার কিলোমিটার এর বেশি এলাকায় বসবাসকারী সাড়ে ৬ লাখ মানুষ কে পুনর্বাসন দেওয়া হবে। বিভিন্ন পর্যায়ে এই উন্নয়নের কাজটি করবে আদানি গ্রুপ। প্রথম পর্যায়ে বস্তিতে থাকা লোকদের অস্থায়ী ক্যাম্পে পাঠাতে হবে। তারপর শুরু হবে তাদের জন্য আবাসন নির্মাণের কাজ। আশা করা হচ্ছে আগামী ৭ বছরের মধ্যে এই পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হবে আর সার্বিক উন্নয়ন করতে সময় লাগবে প্রায় ১৭ বছর। ধারণা করা হচ্ছে যে, এই প্রকল্পটি শেষ হবার পর মুম্বাইতে প্রচুর আবাসিক ও বানিজ্যিক কমপ্লেক্স বিক্রি করে বেশ মোটা টাকা আয় করতে চলেছে এই বানিজ্যিক কোম্পানি।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ