Market

জিও’র সঙ্গে আগেই গাঁটছড়া বেঁধেছিল গুগল। এবার গুগলের লগ্নি এয়ারটেল। এয়ারটেলের ১.২৮ শতাংশ অংশীদারি গুগল নিজের হাতে নিতে চলেছে ৭০ কোটি ডলারে। ভারতীয় মুদ্রায় প্রায় ৫২১৫ কোটি টাকায়। এখানেই শেষ নয়। গুগল এয়ারটেলে আগামী পাঁচ বছর ধরে লগ্নি করবে প্রায় ৭৪৫০ কোটি টাকা। সূত্রের খবর, এয়ারটেলে গুগলের এই লগ্নির অন্যতম কারণ ভারতের মত বিশাল বাজার।
এর আগে গুগল এয়ারটেলের অন্যতম প্রতিদ্বন্দ্বী জিও’র সঙ্গে ইতিমধ্যেই গাঁটছড়া বেঁধেছে। দুই সংস্থা মিলে দেশের স্মার্টফোনের বাজারে নিয়ে এসেছে সবচেয়ে সস্তা স্মার্টফোন। এবার জিও-র পর গুগল এয়ারটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতে ডিজিটাল প্রযুক্তিকে আরো বেশ কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করছে। এয়ারটেলে গুগল ১০০ কোটি ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা রেখেছে। তার মধ্যে ৭০ কোটি ডলার এয়ারটেলের অংশীদারিত্বে গুগল খরচ করলেও বাকি ৩০ কোটি ডলার খরচ করা হবে গ্রাহকদের কথা মাথায় রেখে। উন্নত পরিষেবা থেকে সস্তার বিভিন্ন রকম প্ল্যান সহ ৫জি পরিষেবা আনার বিষয়েও ভাবনা চিন্তা করবে তারা। গুগল সিইও সুন্দর পিচাই জানিয়েছিলেন, আগামী পাঁচ থেকে সাত বছরে ডিজিটাল প্রযুক্তিকে ভারতের মত বিশাল বাজারে আরো বেশি করে ছড়িয়ে দিতে গুগল খরচ করবে প্রায় ১০ হাজার কোটি ডলার। ধাপে ধাপে সেই লক্ষ্যেই যে গুগল এগিয়ে চলেছে, এয়ারটেলের সঙ্গে সাম্প্রতিক চুক্তি তাতেই শীলমোহর দিল।
ব্যুরো রিপোর্ট