Market
অর্থনৈতিক সংস্কারের সুফল পৌঁছে দিতে হবে সর্বস্তরের মানুষের কাছে। বিশেষত দারিদ্র্য সীমায় থাকা মানুষের কাছে এই সংস্কারের সুফল পৌঁছে দিতে প্রয়োজন ভারতীয় মডেল। এমনটাই মনে করছেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ অম্বানী। তিনি মনে করেন, এর ফলে ভারতে অন্তত ১০০ কোটি মানুষের মধ্যবিত্ত শ্রেণি তৈরি করে বাজারকে আরও অনেকটা প্রসারিত করা সম্ভব হবে।
২০৪৭ সালে ভারতবর্ষ স্বাধীনতার শতবর্ষে পা দেবে। একইসঙ্গে ভারতীয় অর্থনীতি টেক্কা দেবে আমেরিকা এবং চিনের সঙ্গে। তবে অর্থনীতির উদারীকরণের মূল মাথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জানিয়েছেন, আগামীর রাস্তায় মসৃণতা যথেষ্ট কম। এই পরিস্থিতিতে মোদি জোড় দিয়েছেন সংস্কারে। যার ভূয়সী প্রশংসা করেছেন অম্বানী। তাঁর মতে, ভারতীয় অর্থনীতি এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। অন্যদিকে দারিদ্র্যের হারও অর্ধেক। এর অন্যতম কারণ সরকার স্ব-উদ্যোগী হয়ে বেসরকারি ক্ষেত্রকে পৌঁছে দিয়েছে তাৎপর্যপূর্ণ উচ্চতায়।
তবে মুকেশ অম্বানী মনে করেন, যে সাফল্য অর্থনীতিতে এসেছে তাকে আরো সম্প্রসারিত করা তখনই সম্ভব হবে যখন দেশের প্রতিটি মানুষের কাছে বাড়ি, কাজ, শিক্ষা এবং স্বাস্থ্য থাকবে। সঙ্গে থাকবে পরিবেশ সুরক্ষাও।
ব্যুরো রিপোর্ট