Daily

ঝড়ের তাণ্ডবে ক্ষতির মুখে কৃষক পরিবার। নষ্ট হয়ে গেছে পাট এবং ভুট্টা চাষ। বিধ্বংসী কালবৈশাখী উড়িয়ে নিয়ে গেছে অনেকের মাথার ছাদও। ঝড়ের তাণ্ডবে তাই কার্যত দিশেহারা অনেকে।
শনিবার ভোরবেলা উত্তর দিনাজপুরের প্রবল কালবৈশাখী হয়। তার সঙ্গে পাল্লা দিয়ে চলে শিলাবৃষ্টি। আচমকা এই বিপর্যয় এসে পড়ায় মাথায় হাত পড়ে পাট এবং ভুট্টা চাষিদের। ক্ষতিগ্রস্ত হয় একাধিক কৃষকের ফসল। তার সঙ্গে ভেঙে যায় অনেকের ঘর বাড়ি। ঝড়ের তাণ্ডব বেশকিছুক্ষণ স্থায়ী হওয়ায় অনেকেই আশ্রয়হীন হয়ে পড়েন।
ঝড়ের দাপটে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ব্লক। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কালাবাড়ি গছ, নন্দীগছ এবং কুলাগাঁও এলাকা। কারুর ছাদ, কারুর জমি- নষ্ট হয়ে যাওয়ায় বিধ্বস্ত ক্ষতিগ্রস্তরা।
অনুপ জয়সোয়াল, উত্তর দিনাজপুর