Daily
ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প তালুকে চাঞ্চল্য ছড়ালো। গতকাল রাত আড়াইটে নাগাদ বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের একটি গেঞ্জি কারখানায় ও একটি ওষুধের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অভিযোগ কারখানা নিরাপত্তারক্ষীরা সময়মতো দমকল বিভাগে খবর না দেওয়ায় অগ্নিকাণ্ড এত ভয়াবহ রূপ ধারণ করে। শেষ পর্যন্ত ভোর চারটে নাগাদ দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এখনও আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরো ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। রোবট দিয়ে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। আপনারা দেখছেন সেই অগ্নিকাণ্ডের এক্সক্লুসিভ ছবি বিজনেস প্রাইমের পর্দায়।
অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত প্রধানের অভিযোগ এখানকার বেশ কয়েকটি কারখানারই বৈধ কাগজপত্র নেই। প্রধানের আরো অভিযোগ, কারখানাগুলিকে বারবার বলা সত্ত্বেও তারা অগ্নিনির্বাপণের বিষয় কোন সদর্থক ভূমিকা গ্রহণ করেনি।
শিল্প তালুকে ঘিঞ্জি পরিবেশে ছোট-বড় মিলিয়ে বেশ কয়েকটি কারখানা রয়েছে। রাতভর আগুন এখনও নিয়ন্ত্রণে না আসায় এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে ।
বিলকান্দা থেকে অঙ্কিত মুখার্জির রিপোর্ট