Trending

অস্বস্তিতে দেব। তীর ছুঁড়েছেন হিরণ। ভাইরাল একটি অডিও। শোনা যাচ্ছে দেবের কণ্ঠস্বর, শোনা যাচ্ছে এক চাকরিপ্রার্থীর কণ্ঠস্বর। তারপরেই কার্যত বিজেপি নেমে পড়েছে এই নিয়ে সম্মুখ সমরে। উল্টোদিকে তৃণমূলের কাছে পুরোটাই মনে হচ্ছে এই ভাইরাল করা অডিও আসলে বিজেপির ভড়ং। সত্যিই কি তাই? বিজনেস প্রাইম নিউজ এই অডিও-র সত্যতা যাচাই করে নি। তবে আপনার কি মনে হয় সেটা একবার বরং শুনেই নিন।
অডিও ক্লিপিং
ঘাটালের দুই তারকা প্রার্থী হলেন দেব এবং হিরণ। আর এই অডিও ক্লিপিংটি ভাইরাল করলেন হিরণ নিজেই। এই অডিওতে ভোটের মুখে টাকার বিনিময়ে চাকরি সংক্রান্ত কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে। যেখানে ঐ চাকুরিপ্রার্থী অভিযোগ আনছেন দেবের কাছে। হিরণ বলছেন, চাকরি পাবার জন্য ৯ লক্ষ টাকা দিয়েছেন এক মহিলা। চাকরি না পেয়ে ফোন করে টাকা ফেরত চান তিনি। স্বাভাবিকভাবেই অডিও প্রকাশ্যে চলে আসতেই কার্যত রাজনৈতিক শিবিরে আবারও শুরু হয়েছে তুমুল জলঘোলা। এই বিষয়ে দেবের বিরুদ্ধে কার্যত একের পর এক অভিযোগের বাণ ছুঁড়তে দেখা গেল হিরণকে। তবে দেব মনে করছেন, মহিলার কণ্ঠস্বরটি এডিট করা হয়েছে।” তিনি মনে করছেন, ভোটের মুখে বিজেপি এভাবে অডিও ভাইরাল করে ভোট জেতার আশায় নেমেছে। এই বিষয়ে দেব তদন্ত করতে চান বলেও জানা গেছে।
এখানেই বলে রাখি, অডিওতে যে রামের কথা শোনা যাচ্ছে, তিনি তৃণমূল নেতা রামপদ মান্না। তৃণমূলের পক্ষ থেকে এই অডিওকে একেবারেই ভিত্তিহীন বলে দাবি করা হচ্ছে। তবে হিরনের আক্রমণ কোন কিছুতেই ভোঁতা হচ্ছে না। এর সত্যতা কতটা সেটা বিজনেস প্রাইম নিউজ যাচাই না করলেও, যদি অডিও ক্লিপিং-এর সত্যতা প্রমাণিত হয় তাহলে ভবিষ্যতে অস্বস্তির পাকে যে স্বয়ং দেব জড়িয়ে পড়বেন, এই কথা নতুন করে আর বলার কিছু নেই।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ