Daily

পুঁজিতে ঘাটতি, তাই চাষাবাদেও বিশেষ আর্থিক প্রয়োগ করা যাচ্ছে না? চিন্তার আর নেই দরকার, কারন পাশে আছে সরকার। কৃষক ভাইদের জন্য একাধিক সুযোগ সুবিধে দিচ্ছে কেন্দ্র রাজ্য উভয়ই। জেনে নিন কোন প্রকল্পে কিভাবে
আবেদন করবেন।
প্রকল্পের নামঃ কিষাণ ক্রেডিট কার্ড
আবেদন সংক্রান্ত নথিঃ
ভোটার ও আধার কার্ডের জেরক্স
জমির কম্পিউরাইজড পর্চা
নিকটবর্তী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর
বাংলা শস্য বীমা যোজনা
নিজের পাসপোর্ট সাইজের ছবি
কিষাণ ক্রেডিট কার্ড থাকলে ব্যাঙ্ক থেকে ঋণ নিলে তা সঙ্গে সঙ্গে শস্য বীমার আওতায় চলে আসে। আর শস্য বীমা করা থাকলে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনরকম ক্ষয়ক্ষতিতে সরকারি সুবিধে পাওয়া যায়।
প্রকল্পের নামঃ কৃষকবন্ধু
যেসব চাষি ভাইয়েরা খরিপ বা রবিশস্য চাষ করেন তারা সুনিশ্চিত এই প্রকল্পের আওতায়। এক একর জমি বা তার বেশী জমি থাকলে ৫০০০ টাকা করে মোট ১০০০০ টাকা এবং ন্যূনতম ২০০০ টাকা করে মোট ৪০০০ টাকা পাবেন।
আবেদন সংক্রান্ত নথিঃ
ভোটার ও আধার/প্যান কার্ডের জেরক্স
জমির কম্পিউরাইজড পর্চা
নিকটবর্তী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট –এর পাসবুকের জেরক্স
কপাল থেকে চিন্তার ভাঁজ সরিয়ে আজই আবেদন করুন।
ব্যুরো রিপোর্ট