Daily

আপনার সন্ধানে কি এমন কোনো কৃতি ছাত্রছাত্রী রয়েছেন, যারা আর্থিক অনটনের কারণে পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে পারছেন না? তাহলে, তাকে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্মন্ধে ওয়াকিবহাল করা জরুরি। কারণ রাজ্যের কৃতি, মেধাবী এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে রাজ্য সরকার। প্রতি মাসে ৫০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারেন তারা। কোন কোর্সে কত টাকা স্কলারশিপ এবং কিভাবে আবেদন করবে, রইল তার বিস্তারিত তথ্য।
বিষয় অনুযায়ী স্কলারশিপের প্রাপ্ত আর্থিক অনুদানে পার্থক্য রয়েছে। যে সমস্ত পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক স্তরে আবেদন করেছেন তাদের বৃত্তির পরিমাণ প্রতি মাসে ১ হাজার টাকা। স্নাতক স্তরে পড়ুয়াদের মাসিক বৃত্তি দেড় হাজার টাকা। একইসঙ্গে, স্নাতকোত্তর স্তরে কলা এবং বাণিজ্য বিভাগের পড়ুয়ারা পেয়ে থাকেন মাসিক ২ হাজার টাকার বৃত্তি। বিজ্ঞান ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ছাত্রছাত্রীদের মাসে আড়াই হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হয়। ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল স্নাতক স্তরে মাসে দেড় হাজার এবং স্নাতকোত্তর স্তরে মাসে ৫ হাজার টাকা করে বৃত্তি দেয় রাজ্য সরকার। এমফিল-এর জন্য মাসে ৫ হাজার টাকা এবং পিএইচ. ডি-র জন্য মাসে আট হাজার টাকা। পলিটেকনিকের পড়ুয়ারা পাবেন প্রতি মাসে দেড় হাজার টাকা।
এবছরের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি,২০২২। বৃত্তি পেতে নিজের নাম নথিভুক্ত করতে হবে www.svmcm.wbmdfc.co.in এই ওয়েবসাইটে। এরপর জন্মের শংসাপত্র, মার্কশিট, অ্যাডমিট কার্ড, ইনকাম সার্টিফিকেট, আধার কার্ডের মত গুরুত্বপূর্ণ নথিগুলো আপলোড করতে হবে। অবশেষে যেই ইনস্টিটিউটে ভর্তি হয়েছে সেখানকার নোডাল অফিসারের থেকে আবেদনপত্রটি পাস করিয়ে বিকাশ ভবনে পাঠাতে হবে। সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হলে পড়ুয়ারা বৃত্তি পেতে শুরু করবেন।
ব্যুরো রিপোর্ট