Market

চাহিদা থাকলেও চটের জোগান নিয়ে উঠছে প্রশ্ন। চটের বস্তা বহাল থাকার ব্যবস্থা হলেও, মোটেই স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন না চট শিল্পের সঙ্গে জড়িত একাংশ। কারণ, কাঁচা পাটের বেআইনি মজুতের ফলে টান পড়ছে কাঁচা মালে। ফলে বিপুল চাহিদা সত্ত্বেও জোগান মেটাতে সমর্থ হচ্ছেন না তারা।
গত বুধবার, কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠিক হয় যে, গত ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত আগের নিয়মেই খাদ্যশস্য ভরার জন্য ১০০% আর চিনি ভরার জন্য ৩০% চটের বস্তা ব্যবহার বাধ্যতমূলক। কিন্তু সবটাই থমকে যাচ্ছে কাঁচামালের জোগানে টান পড়ায়। যদিও, কেন্দ্রের এই সিদ্ধান্তে চট শিল্পের সাথে জড়িত হাজার হাজার শ্রমিক, মালিকদের এবং পাট চাষীদের উন্নতিই দেখছেন বিশিষ্ট মহলের একাংশ।
চট শিল্পের ভিত মজবুত করতে পারে কেন্দ্রই। তাই কাঁচা পাটের সরবরাহ বাড়াতে দ্রুত কেন্দ্র ও রাজ্যের যৌথ পদক্ষেপ জরুরি বলেই মনে করছেন চটকল মালিক সংগঠনের প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় কাজারিয়া।
ব্যুরো রিপোর্ট