Market
বি পি এন ডেস্ক:সংক্রমণ বাড়লেও চিন্তার কিছু নেই। অর্থনীতিকে টলাতে পারবে না কোভিড। এমনই আশ্বাস দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, অর্থনীতিতে বিপদের আশঙ্কা তৈরি হলেও পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে সরকার।
করোনা ফিরে আসার পরে ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে ভয়াবহ। গতকাল থেকে সেখানে চালু হয়েছে নাইট কার্ফু। খারাপ পরিস্থিতির কথা মাথায় রেখে কঠোর বিধিনিষেধ জারি করেছে উদ্ধব প্রশাসন। তারপরেই আশঙ্কার মেঘ জমা হয়েছে। প্রাথমিক পর্যায় কাটিয়ে উঠলেও এখনও আগের অবস্থা ফিরে আসেনি অর্থনীতিতে। এদিকে দেশের মোট জিডিপি-র ১৫% আসে মহারাষ্ট্র থেকে। বিধিনিষেধের কড়াকড়ি এবং করোনার সেকেন্ড ওয়েভ চরম ধাক্কা দিতে পারে দেশের আর্থিক বৃদ্ধিকে। অর্থনীতিবিদদের এমন আশঙ্কা প্রকাশ পাবার পরেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আশ্বাস, অর্থনীতিতে কোনরকম নেতিবাচক প্রভাব ফেলতে পারবে না করোনা ভাইরাস। তার অন্যতম কারণ একদিকে পরিকাঠামোগত উন্নয়ন এবং অন্যদিকে মসৃণ ভ্যাক্সিনেশনের প্রক্রিয়া। তাছাড়া দেশবাসীও অতিমারির সঙ্গে ব্যক্তিগত জীবনের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডকে অনেকটাই মানিয়ে নিতে পেরেছেন।
মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিকাঠামো এবং মূলধনী খরচে এমনিতেই বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। উন্নত করা হয়েছে চিকিৎসার পরিকাঠামো। রাজকোষের অবস্থাও অনেকটাই ভালো। কারণ বেঁধে রাখা গেছে ঘাটতি। সবমিলিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবার জোর সম্ভাবনা তৈরি তো হয়েইছে, একইভাবে অর্থনীতিকে মজবুত করতে যথেষ্ট আত্মবিশ্বাসী কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।