Daily

নারদ কান্ডে যখন তৃণমূল শিবিরে জোড় অস্বস্তি ঠিক তখনই অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের তথ্য দিল কাটা ঘায়ে নুনের ছিটে।
জানা গিয়েছে, মমতার মন্ত্রীসভায় ৪৩ জন মন্ত্রীর মধ্যে ১২ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা এবং ৭ জনের বিরুদ্ধে রয়েছে খুন, অপহরণ, ধর্ষণের মত একাধিক অভিযোগ। এখানেই শেষ নয়। তাদের জানানো তথ্যে ব্যাঙ্ক ব্যালেন্সের অঙ্কটাও চমকে দেবার মতন।
তাদের দাবি মমতার ক্যাবিনেটে কোটিপতির সংখ্যা প্রায় ৩২ জন। ৪৩ জন মন্ত্রীর মধ্যে সবচেয়ে ধনশালী হলেন দুর্যোগ মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী জাভেদ খান। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৩২ কোটি টাকা। এবং সবচেয়ে কম বিত্তবান মন্ত্রী হলেন ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক এবং রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। তাঁর সম্পত্তির পরিমাণ ৩.০৬ লক্ষ টাকা।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সহ এবারের মন্ত্রীসভায় ৪৪ জনের মধ্যে ৪৩ জনের ওপরে জরিপ করা হয়। কারণ অর্থমন্ত্রী অমিত মিত্র এবারে নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করেন নি।
ব্যুরো রিপোর্ট