Trending
২০০৮ সালে লেম্যানের পতনের পর ভারতই ছিল গোটা বিশ্বের ব্যাঙ্কিং সিস্টেমের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। এবারেও ভারত কি সেই একইরকম দৃঢ়তা দেখাতে পারবে?
দেখাতে পারবে নয়, দেখাচ্ছে। কথায় আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। প্রথমে সিলিকন ভ্যালি ব্যাঙ্ক, তারপর সিগনেচার ব্যাঙ্ক, ক্রেডিট সুইস এবং এই লিস্ট আরও লম্বা। বিশ্বব্যাপী আর্থিক অশান্তিতে যখন রক্তাক্ত হচ্ছে ব্যাঙ্কিং সিস্টেম, তখন ভারতের ব্যাঙ্কিং এক্সপার্ট এবং পলিসি মেকার্সরা বলছেন, এদেশের ব্যাঙ্কিং ব্যাবস্থা এখনও স্ট্রং এবং স্টেবল। যে আর্থিক অশান্তি সামলাতে আমেরিকা, ইউরোপের কালঘাম ছুটছে, সেই অশান্তি নাকি কোনরকম আঁচ ফেলতে পারেনি মোদী রাষ্ট্রে। কীভাবে?
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ