Daily
নদীগর্ভ থেকে নৌ পুলিশেরা তুলে আনছেন একের পর এক মৃতদেহ। পাড়ের ওপর সারি দিয়ে রাখা হচ্ছে মৃতদেহগুলিকে। কারুর দুই হাত শক্ত হয়ে গেছে, কারুর চামড়া একেবারে গেছে কুঁচকে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য নদীপাড়ে ভিড় জমিয়েছেন বহু মানুষ। এমনই শিউরে ওঠার মত ঘটনার সাক্ষী থাকল মাদারীপুরের শিবচর বাংলাবাজার ঘাট।
জানা গিয়েছে, পদ্মার ওপর দিয়ে বেপরোয়া গতিতে ছুটছিল একটি স্পিডবোট। তাতে যাত্রী ছিলেন ২৬ জন। ঢাকার অদূরে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট থেকে যাত্রী নিয়ে স্পিডবোটটি রওনা দেয়। পদ্মার দক্ষিণ তীর মাদারীপুরের শিবচর বাংলাবাজার ঘাটের কাছাকাছি নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোটটি ধাক্কা মারে বালিবোঝাই একটি কার্গোকে। তার ফলে উল্টে যায় স্পিডবোটটি। পদ্মার অথৈ জলে ডুবে প্রাণ হারান ৩ শিশুসহ ২৬জন। এই ঘটনা হাওয়ার বেগে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে প্রশাসন। কারণ, লকডাউনের সময় লঞ্চ, স্পিডবোটসহ সকল নৌযান চলাচল বন্ধ থাকার কথা। তাহলে কিভাবে সবার অলক্ষ্যে ২৬ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি রওনা দিল?
ইতিমধ্যেই নৌপুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, কোস্টগার্ড এবং প্রশাসন মৃতদেহ উদ্ধার করতে জোর তৎপরতা চালায়। জানা গিয়েছে, মৃতদের অধিকাংশই মাদারীপুর-শরীয়তপুর এলাকার বাসিন্দা।
ঋদি হক, ঢাকা