pujo scope 2022
দেশপ্রিয় পার্ক। কোলকাতার তাবড় তাবড় পুজো মণ্ডপের মধ্যে অন্যতম। নাম শুনলেই একটা অন্যরকম এক্সপেকটেশন তৈরি হয়। এত বড় পুজোপ্রাঙ্গন কোলকাতায় আর কোথাও আছে কি না সে নিয়ে সন্দেহ আছে। পুজোর সময় এন্ট্রি নিলেও এক্সিট খুঁজে পেতে কালঘাম ছুটে যায় শহরবাসীর। সেই বহুপ্রতীক্ষিত দেশপ্রিয় পার্কের এবারের থিম কি? জানতে তো উশখুশ করবেই। বিশেষত ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পর বিশেষ কোন চমক থাকছে নাকি, সে নিয়ে একটা কৌতূহল তৈরি হয়।
এত বড়? সত্যি? কি মনে পড়ছে সেই ট্যাগ লাইন যা গোটা কোলকাতাকে ভাবিয়ে তুলেছিল? ইতিহাস কেন ঘাঁটছি? তেমন কিছুই না, একটু ফিরে দেখতে ইচ্ছে করলো আর কি! কারণ এবছরের দেশপ্রিয় পার্ক ফিরে দেখছে তাদের সেই পেরিয়ে আসা বছরগুলোকেই।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ