Market
বি পি এন ডেস্কঃ করোনাকালে অন্যান্য শিল্প মার খেলেও, মার খায় নি আবাসন শিল্প। আনলক পর্ব শুরু হতেই মন্দা থাবা বসাল এই শিল্পে। বেরোজগার ও অনিশ্চয়তার জন্য ক্ষতির মুখে পড়তে চলেছে এই ব্যবসা। অর্থনৈতিক সংকটের ফলে ক্রেতাদের মধ্যে নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার ঝোঁক অনেকটাই কমেছে। ফলে না বিক্রি হয়ে পড়ে থাকছে বহু ফ্ল্যাট-বাড়ি। আটকে গেছে নির্মাণের কাজও। ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চের তথ্য বলছে, এই অর্থবর্ষে ছোট-মাঝারি নির্মাতাদের বাড়ি এবং ফ্ল্যাট বিক্রি কমতে পারে প্রায় ৩৪%। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল পরামর্শ দিয়েছিলেন, লাভের পরিমাণ কম রেখেই ফ্ল্যাট-বাড়ি বিক্রি করে দেওয়া হোক। কিন্তু মন্ত্রীর বক্তব্যও সেই সময় নির্মাতাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল। ইন্ডিয়া সেটিংসের রিপোর্ট বলছে, ২০১৯-২০ অর্থবর্ষে দেশে ‘ফ্লোর স্পেস’ বিক্রি হয়েছিল ৩২.৬ কোটি বর্গফুট। এই অর্থবর্ষে সেটা কমে দাঁড়াতে পারে ৩৪%। ফলে সবচেয়ে বেশি ধাক্কা খাবে মাঝারি এবং ছোট মাপের নির্মাতারা। বিশেষজ্ঞ মহল অবশ্য জানাচ্ছে যে আগামী অর্থবর্ষে ৩০% ফের বাড়তে পারে আবাসন শিল্পের ব্যবসা। আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা যদিও অঙ্কটা একেবারে সামান্যই। এদিকে গৃহঋণের সুদের হার অনেকটা কমে যাওয়ায় বাড়ি কেনার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে এখন। কিন্তু তাতেও কি আবাসন ব্যবসা লাভের মুখ দেখবে? উত্তরের আশায় অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে দেশের গোটা আবাসন শিল্প।। ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ