Daily

ধেয়ে আসছে নিম্নচাপ, আছড়ে পড়বে বাংলা উপকূলে, জারি সতর্কবার্তা। বর্ষার হাত থেকে এখনই নিস্তার নেই বাংলাবাসির। উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে প্রবল নিম্নচাপ। যার জেরে বাড়ি বৃষ্টিতে ভিজতে পারে বাংলা এবং উড়িষ্যা উপকূল। জারি হয়েছে হলুদ সতর্কবার্তা।
আগামী সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে চলবে জলোচ্ছ্বাস। মৎস্যজীবীদের সমুদ্রেভ যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। গাঙ্গেয় বঙ্গের এলাকাগুলিতে আছড়ে পড়বে নিম্নচাপ। উপকূলবর্তী নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে বলে আগাম আভাস দিয়েছে আবহাওয়াদপ্তর। আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যজুড়ে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও আছে।
এবছর শুরু থেকেই মৌসুমি অক্ষরেখা বেশ সক্রিয়। তৈরি হয়েছে একের পর এক নিম্নচাপ। তবে সম্প্রতি উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনীভূত হয়েছে তা আগামী রবিবার আরও শক্তিশালী হয়ে ভারি বর্ষণ ঘটাবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
উপকূলের জেলাগুলিতে অর্থাৎ দুই মেদিনীপুরসহ, ঝাড়গ্রামে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। হাওড়া, হুগলি এবং নদিয়াতেও ভারি বৃষ্টি হবে। রবিবার ভারী বৃষ্টিতে ভিজবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং হাওড়া জেলা। সোমবারেও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তবে উত্তরবঙ্গে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
ব্যুরো রিপোর্ট