Prime
Daily
ফের নিম্নচাপের ভ্রূকুটি বাংলায়
By sanchitabpn21 | September 7, 2021
Daily
নিম্নচাপের ভ্রূকুটি এড়াতে পারল না দক্ষিণবঙ্গ। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা ছিলই। আর সেই মত কলকাতায় সকাল থেকে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।
মৌসুমী অক্ষরেখা বালাসোর হয়ে বঙ্গোপসাগরে চলে গিয়েছে। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে নিম্নচাপ।
মঙ্গলবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। একইসাথে বৃষ্টি হবে উত্তরবঙ্গে। দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর সহ হাওড়া, হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রামেও। আজ থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার কথা। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ে অতি বর্ষণ হতে পারে। মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
ব্যুরো রিপোর্ট