Trending
আবারো নিম্নচাপের ভ্রুকুটি। তার জেরেই দুর্যোগের মুখে বাংলা। কলকাতা সহ গোটা বঙ্গ জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি। বিপর্যস্ত সাগর থেকে পাহাড়। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া,হুগলী এবং পূর্ব মেদিনীপুর তো বটেই। বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপরে তৈরি হয়েছে একটি সুগভীর নিম্নচাপ। তার জেরেই ভারী বর্ষণে কার্যত বিধ্বস্ত হতে চলেছে বাংলা। সেই খবরই বিভিন্ন জেলা থেকে তুলে ধরল বিজনেস প্রাইম নিউজের প্রতিনিধিরা।
দক্ষিণ ২৪ পরগনায় গোসাবা, বাসন্তী এবং ক্যানিংয়ের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় চলছে রাতভর বৃষ্টি। জলমগ্ন হয়ে পড়েছে কাকদ্বীপ এবং নামখানার বিস্তীর্ণ অঞ্চল। ফের আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে এলাকার মানুষজনের মধ্যে।
তুমুল বৃষ্টির কারণে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। এলাকাবাসীদের সাবধান করে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং।
এদিকে তুমুল বৃষ্টির জেরে উত্তাল হয়েছে সাগর। দীঘার উপকূল জুড়ে বইছে ঝোড়ো হাওয়া। পুজো শেষের ছুটি কাটাতে দীঘাতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করলেও সমুদ্রস্নানে জারি হয়েছে নিষেধাজ্ঞা।
দুর্ঘটনা এড়াতে দীঘার সৈকতে রয়েছে পুলিশের কড়া নজরদারি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দীঘায় আসা পর্যটকদের সমুদ্রে নামতে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
পর্যটকদের পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্বাভাবিকভাবেই দীঘায় ঘুরতে এসেও সাগরে না নামতে পারায় অধিকাংশ পর্যটকদের থাকতে হচ্ছে হোটেলে বন্দি হয়ে। তবে দীঘাতে বৃষ্টি থামতেই সমুদ্রের উচ্ছ্বাসকে উপেক্ষা করেই বাঁধনহারা হয়ে পর্যটকরা নামলেন সমুদ্রস্নানে। দেখুন সেই এক্সক্লুসিভ ফুটেজ বিজনেস প্রাইম নিউজের পর্দায়।
শুধু দক্ষিণে নয়। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গে।
গতকাল রাত থেকেই নিম্নচাপের প্রভাবে আলিপুরদুয়ারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। প্রথমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও যত সময় পেরোচ্ছে ততই বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ। আকাশ পুরোপুরি মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিধ্বস্ত হতে পারে আলিপুরদুয়ার সহ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ একাধিক এলাকা। রাস্তাঘাটেও কমেছে লোক চলাচল।
একই অবস্থা জলপাইগুড়ির। সেখানেও শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার রেশ। আগামীকাল লক্ষ্মীপুজো। বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিকিকিনি। অবিরাম বর্ষণে কার্যত বিধ্বস্ত হয়েছে জলপাইগুড়ির বিভিন্ন এলাকা।
এ যেন শেষ হইয়াও হইল না শেষ। এবারে বর্ষা চেনা মেজাজে ব্যাটিং করেছে গোটা দেশ জুড়ে। বাংলা এবং পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা কার্যত বেহাল হয়ে পড়ে ব্যাপক বৃষ্টির জন্য। বর্ষা বিদায়ের খবরে হাসি ফোটে রাজ্যের উপকূলবর্তী মানুষগুলোর মুখে। কিন্তু দুর্ভোগের শেষ নেই। আবারো নিম্নচাপের এই অকাল বর্ষণে তাই আতঙ্কিত সাগর থেকে পাহাড়।
দীপান্বিতা দাস, নবেন্দু বাড়ৈ, অভিজিৎ চক্রবর্তী, বিক্রম লাহা
দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর