Daily
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে নিম্নচাপে। তার প্রভাবে কি আবারও ভাসবে বাংলা? আবারও আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে রাজ্যকে? কী বলছে আলিপুর হাওয়া অফিস? আসুন জেনে নেওয়া যাক।
সূত্রের খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আবারও ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে নিম্নচাপে। নিম্নচাপ শক্তি বাড়িয়ে পৌঁছবে শ্রীলঙ্কা উপকূলের কাছে। মনে করা হচ্ছে, তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূলের মধ্যে নিম্নচাপ ঢুকে পড়বে স্থলভাগে। এর ফলে, দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। যদিও নিম্নচাপের প্রভাবে এখনই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আপাতত নেই। আর বাংলাতেও এখনো পর্যন্ত বৃষ্টির কোন সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস।
হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাব বাংলায় পড়লেও স্রেফ আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তরবঙ্গে খানিক বৃষ্টিপাত হতে পারে। তবে কলকাতা লাগোয়া অঞ্চল আপাতত শুকনো থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে, নিম্নচাপের প্রভাবে বাংলার আবহাওয়ায় কোন পরিবর্তন আসবে কিনা সেদিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ