Jobs

ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পদ সহ একাধিক পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের যেকোনো প্রান্ত থেকে এই পদগুলির জন্য আবেদন করা যাবে। তবে সম্পূর্ণ আবেদন পদ্ধতিটি অফলাইনে পোস্ট অফিসের মাধ্যমে করতে হবে।
আবেদনকারীরা মাল্টি টাস্কিং স্টাফ , ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার সহ আরও অনেক পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর বয়সের উর্ধ্বসীমায় থাকছে ছাড়।
মাল্টি টাস্কিং স্টাফপদে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ অথবা সমতূল্য পরীক্ষায় পাশ। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পদের জন্য হতে হবে যেকোনো শাখায় স্নাতক । ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য স্নাতক পাশ, সাথে থাকতে হবে ডাটা এন্ট্রি করার দক্ষতা এবং স্টেনোগ্রাফার পদের জন্য থাকতে হবে যেকোনো বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ ও সাথে টাইপিং করার দক্ষতা। প্রতি মাসে বেতন থাকবে ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা পর্যন্ত। সঙ্গে থাকবে পদ গ্রেড পে-এর সুযোগও পাবেন কর্মীরা। ইন্সপেক্টর পদে রয়েছে ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা পর্যন্ত বেতন।
আবেদনপত্র ডাউনলোড করার জন্য ভিজিট করতে হবে https://www.incometaxindia.gov.in/ এই ওয়েবসাইটে। বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ পড়ার পরেই আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন করার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২১। আবেদনপত্রটি ইনকাম ট্যাক্স এর হেডফিসের রেজিস্টার্ড ঠিকানায় পাঠাতে হবে।
ব্যুরো রিপোর্ট