Daily

বাড়ছে বৈদ্যুতিক যানের চাহিদা, নেপথ্যে কি জ্বালানির মূল্যবৃদ্ধি? পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির চোটে তথৈবচ অবস্থা আমজনতার। টালমাটাল অর্থনীতিতে পকেটে কানাকড়ি থাকলো কি না থাকলো, পেট্রোল ডিজেলের দাম প্রতিদিনই ঊর্ধ্বমুখী। আর তাই গাড়ির চাকা গড়ানোর ব্যাপারে আকাশের দিকে মুখ করে থাকতে হচ্ছে তাদের। পরিস্থিতি যদি স্বাভাবিক হয়।
এই কারণেই আরও বেশি করে বাড়ছে বৈদ্যুতিক যানের চাহিদা। না লাগে পেট্রোল, না লাগে ডিজেল। এক চার্জেই ছুটবে বহুদূর। একবার চার্জ দিলেই অনেক দূর অবধি যাওয়া যায়। পাশাপাশি এই ধরনের গাড়ি চালালে পরিবেশ দূষণের মাত্রাও কমে। দিল্লি সরকারের পরিবহণ বিভাগে নথিভুক্ত পরিসংখ্যান বলছে, মোট যানবাহনের সংখ্যার ৭%-ই বৈদ্যুতিক যানবাহন ছিল, সেখানে সিএনজি গাড়ির সংখ্যা ছিল মাত্র ৬%।
ব্যুরো রিপোর্ট