Market

বর্তমানে দোকানে গিয়েই হোক অথবা অনলাইন শপিংই হক সব ক্ষেত্রেই ইউপিআই ব্যবহার করে পেমেন্টের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ক্রেতাদের মধ্যে। এর ফলে ডেবিট কার্ড ক্রমশই তার গুরুত্ব হারাচ্ছে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুসারে ই-কমার্স ওয়েবসাইটে কেনাকাটা করার পর পেমেন্ট অপশনে ডেবিট কার্ডের ব্যবহার সেপ্টেম্বর মাসে অর্ধেকেরও বেশি কমে গেছে। ২০২২ সালের এপ্রিল মাসে এই ডেবিট কার্ডের মাধ্যমে মোট ২১ হাজার কোটি টাকা পেমেন্ট করা হলেও এই বছরের সেপ্টেম্বরে তা প্রায় ২৩% কমে হয়েছে ১৬,১২৭ কোটি টাকা। অন্যদিকে ইউপিআই পেমেন্টের সংখ্যা যেখানে গতবছর এপ্রিল মাসে ছিল ২২০ কোটি তা এই বছর সেপ্টেম্বরে তিন গুণ বেড়ে হয়েছে ৬১০ কোটি।
ডেবিট কার্ডের জনপ্রিয়তা বেশ কিছুটা কমলেও সামগ্রিকভাবে কার্ডের ব্যবহার যে কমে গেছে এমন কিন্তু নয়। এই মুহূর্তে সারা দেশে প্রায় ৯.৩ কোটি ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছে যা ব্যবহার করছেন ৫ কোটির বেশি গ্রাহক। আসলে ছোটো অঙ্কের পেমেন্টের ক্ষেত্রে ক্রেতাদের কাছে ইউপিআই হল সবথেকে পছন্দের মাধ্যম। আবার এই ইউপিআই ব্যবহার করার ওপর সরকার বেশি গুরুত্ব দেওয়ায়ও এর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ