Market

এক ধাক্কায় বিক্রি বাড়ল বিখ্যাত জুতো প্রস্তুতকারক সংস্থা বাটা ইন্ডিয়া’র। ক্যাজুয়াল জুতোর ক্ষেত্রেই মূলত বিক্রির গতি থাকছে ঊর্ধ্বমুখী। অতিমারি পরিস্থিতির মধ্যেও যা নিঃসন্দেহে বাটার জন্য অনেকটাই আশা জুগিয়েছে। সংস্থা সূত্রে খবর, স্নিকার এবং ক্যাজুয়াল জুতোর বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ১.৫ গুণ।
অন্যান্য সময় বাটার ক্যাজুয়াল জুতোর বিক্রি ঘোরাফেরা করে ১০% এর মধ্যে। কিন্তু করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে আজ সেই বিক্রিই পৌঁছে গিয়েছে ২০%-এ। যা সংস্থাকে আরও বেশি নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে আসার জন্য অনেকটাই উৎসাহী করে তুলছে।
বাটা ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, ১৫০০ আউটলেটের মধ্যে বাটার ফ্র্যাঞ্চাইজি বর্তমানে রয়েছে ১৫%। বর্তমানে এই বাটার সংখ্যা রয়েছে ২৩০-এ। সংস্থা সূত্রে খবর, এইভাবে যদি বিক্রি বাড়তে থাকে তাহলে বাটার আরও নতুন স্টোর নিয়ে হাজির হবে আগামী ২-৩ বছরের মধ্যেই।
ব্যুরো রিপোর্ট