Market
সংক্রমণের বিস্ফোরণে আবারও যখন অফিস থেকে বিভিন্ন কর্মক্ষেত্রগুলি ভয়ে নিজেদের সংকুচিত করছে তখনই অন্যদিকে চাহিদা বাড়ছে ডেলিভারি এজেন্টদের। বিভিন্ন শহরে উইক এন্ড লকডাউন, নাইট কার্ফু ইত্যাদির কারণে মানুষজনের বাজারহাটে বেরনোতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। তারওপর আক্রান্ত হবার ভয় তো রয়েছেই। তার জেরে ই-কমার্স এবং অনলাইন ডেলিভারি কোম্পানিগুলির চাহিদা একধাক্কায় অনেকটাই বেড়েছে। ফ্লিপকার্ট, বিগ বাস্কেট, সুইগির মত কোম্পানিগুলি সিদ্ধান্ত নিয়েছে আরও বেশি সংখ্যক ডেলিভারি এজেন্টদের যুক্ত করবে নিজেদের সঙ্গে।
মনে করা হচ্ছে, আগামী দু-তিন মাসের মধ্যে ডেলিভারি এবং সাপ্লাই চেনে কর্মীসংখ্যা বাড়তে পারে প্রায় ২ থেকে ৩ লক্ষের মত। যে সকল রাজ্য অতি সংক্রমণের ভয়ে কাঁটা হয়ে আছে মূলত সেই সকল রাজ্যেই ডেলিভারি এজেন্টদের চাহিদা এখন আকাশছোঁয়া। মুম্বই, দিল্লি বা পুনের মত শহরে সংক্রমণ ছড়াচ্ছে হাওয়ার গতিতে। মানুষজনেও ভয় পাচ্ছে ঘর থেকে বেরোতে। তাই বেড়েছে হোম ডেলিভারি অর্ডারের সংখ্যাও। আর ক্রেতাদের চাহিদা পূরণে অনলাইন ডেলিভারি কোম্পানিগুলির ভরসা ডেলিভারি এজেন্ট।
ব্যুরো রিপোর্ট