Jobs

অধ্যাপক(১৮৬), সহযোগী(৪৪৯) অধ্যাপক পদে চাকরির দুর্দান্ত সুযোগ। বেশ কিছু শূন্যপদে অধ্যাপক নিয়োগ করতে চলেছে দেশের অন্যতম প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান, দিল্লি বিশ্ববিদ্যালয়। ৬৩৫ টি শূন্যপদে মেগা রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করলো দেশের এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা করত হবে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ du.ac.in থেকে আবেদন করতে পারবেন। এছাড়াও http://www.du.ac.in/index.php?mact=News অথবা http://www.du.ac.in/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3683&cntnt01returnid=219 লিংক থেকে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়ার শেষ দিন ৭ ফেব্রুয়ারি।
অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক পদের জন্য আবেদনের যোগ্যতা বিভিন্ন বিষয় অনুসারে আলাদা আলাদা নির্ধারণ করা হয়েছে। সমস্তটাই পেয়ে যাবেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। কিভাবে প্রার্থী নির্বাচন করা হবে? বিজ্ঞপ্তি মারফত জানা গিয়েছে যে, প্রাপ্ত আবেদনপত্রগুলি থেকে একাডেমিক এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণপত্রের ভিত্তিতে প্রার্থীদের স্ক্রীনিং করা হবে। এরপর সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাত্কারের জন্য ডাকা হবে।
ব্যুরো রিপোর্ট