Daily

একই মুদ্রার এপিঠ-ওপিঠ। একপিঠে রয়েছে গর্ব, অন্যপিঠে গ্লানি। জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে প্রখ্যাত কুস্তিগীর তথা দুবার অলিম্পিক পদক জয়ী সুশীল কুমার।
পরোয়ানা জারি হওয়ার পর থেকেই টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না এই ক্রীড়াবিদের। তাই এবার অভিযুক্তের সন্ধান দিতে দেওয়া হবে পুরস্কার এক লক্ষ টাকা, ঘোষণা করলো দিল্লি প্রশাসন।
ছত্রশাল স্টেডিয়াম হত্যাকাণ্ডে আগেই জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় সুশীল কুমার সহ ৯ জনের বিরুদ্ধে। যদিও সুশীল কুমারের দাবি তিনি এই বিষয়ে বিন্দু বিসর্গও জানেন না। ২৩ বছর বয়েছি জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন সাগর কুমারের হত্যাকাণ্ডের পর নিখোঁজ সুশীল কুমার। লুক-আউট নোটিশ জারি করেছে দিল্লি পুলিশ।
উঠছে প্রশ্ন, দানা বাঁধছে সন্দেহ। সুশীল কুমার এই হত্যালীলায় জড়িত না থাকলে গা ঢাকা দিলেন কেন? তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ।
ব্যুরো রিপোর্ট