Market
করোনার প্রথম ও দ্বিতীয় ধাক্কা মিলিয়ে ভারতীয় অর্থনীতি এখন যথেষ্ট টলোমলো। বৃদ্ধির হার পজিটিভ থেকে বইছে নেগেটিভ খাতে। তবুও ভারত সরকার মেকি উন্নয়নের ঢাক পেটাচ্ছেন বলেই বিরোধীদের অভিযোগ। সাম্প্রতিক বিভিন্ন ঘোষণায় কেন্দ্রীয় সরকার দেশের অর্থনীতিকে মন্দা থেকে বের করে আনতে ঘোষণা করেছেন একের পর এক আর্থিক প্যাকেজ। বিরোধীদের অভিযোগ এই আর্থিক প্যাকেজগুলো নিয়েও। কংগ্রেস, আপ, তৃণমূল সহ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির মূল অভিযোগ এই প্যাকেজের সিংহভাগটাই ব্যাঙ্ক গ্যারান্টিযুক্ত ঋণ। সেই ঋণ দেশের অধিকাংশ ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ীদের হাতে আসেনি বলে জেগে ওঠেনি দেশীয় বাজার। বিরোধীদের এই অভিযোগ কতটা সত্যি নাকি অভিযোগের জন্যই অভিযোগ তার ছোট্ট ট্রেলার ধরা পড়ল বিজনেস প্রাইম নিউজের ক্যামেরায় দিল্লিতে।
দিল্লির জামা মসজিদ সংলগ্ন শতাব্দী প্রাচীন গরিব মানুষের বাজারের হালচাল বুঝতে হাজির হয়েছিল আমাদের ক্যামেরা। না, আর কিছুই বলব না। এবার শুধুই আপনাদের দেখাব আর শোনাব।
সৌরভ তিওয়ারি, নয়া দিল্লি