Daily

তিন দিন নয়। এখন মাত্র ৯০ মিনিট অর্থাৎ দেড় ঘণ্টায় করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের শনাক্তকরণ করা সম্ভব। নেপথ্যে রয়েছে দিল্লি আইআইটি। গবেষকদের দীর্ঘদিনের কর্মফল এখন হাতের সামনে। সামনে এলো আরটিপিসিআর- এর নতুন কিট।
জিনোম সিকুয়েন্সের মাধ্যমে করোনা ভাইরাস শনাক্ত করতে অনেকটাই সময় লেগে যেত। আর তাই কোভিড ১৯ এর আরটিপিসিআর- এর কিটের উপর ভিত্তি করেই তাঁরা নিয়ে এলো নতুন এই কিট। যার মাধ্যমে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের নির্দিষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাবে। ফলে ভাইরাসের প্রজাতিগত পরিবর্তন শনাক্ত করা যাবে। একইসাথে ওমিক্রনের শনাক্তকরণের কাজও সহজ হবে। এই কিট আবিষ্কারের ফলে অনেকটাই সুবিধা পেতে ছুলেছেন চিকিৎসকরা। এবার থেকে সহজেই করোনা আক্রান্তকে শনাক্ত করে দ্রুত চিকিৎসা করা সহজ হবে তাদের কাছে।
ডিএনএ-র অংশ দিয়ে প্রথমে এস জিনের গঠনগত নকশার পরিবর্তন খুঁজে বের করা হবে প্রথমে। এরপর এর ভিত্তিতেই ভাইরাসটি ওমিক্রন নাকি করোনা ভাইরাসের অন্য কোন ভ্যারিয়েন্ট তা শনাক্ত করা যাবে এই কিটের মাধ্যমে। ইতিমধ্যেই দিল্লি আইআইটি এই বিশেষ কিটের পেটেন্টের আবেদন করে ফেলেছে। পাশাপাশি অন্যান্য সংস্থার সাথে এই কিট তৈরির জন্য কথাবার্তাও চলছে বলে জানা গিয়েছে।
ব্যুরো রিপোর্ট