Daily

ভয়াবহ দূষণের জেরে লকডাউনের পথে রাজধানী। দিল্লির দুষণমাত্রা বিপদসীমার উপর চলে গিয়েছে। রিপোর্ট বলছে, এই মুহূর্তে দিল্লির সবচেয়ে দূষিত শহর দিল্লি। দিল্লির দূষণের এই বাড়বাড়ন্ত রীতিমত ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। এমনকি, বাড়িতেও মাস্ক পড়ে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে ২ দিনের লকডাউন ডেকেছে দিল্লি সরকার।
কিভাবে এই চরম পর্যায়ে পৌঁছল দিল্লির দূষণ? সুপ্রিম কোর্টের এই প্রশ্নে কেন্দ্র জানিয়েছে, দিল্লির এই দূষণের জন্য দায়ী পাশ্ববর্তী রাজ্য, পাঞ্জাব আর হরিয়ানা। ঐসমস্ত রাজ্যে মাত্রাতিরিক্ত খর পড়ানোর কারণে দিল্লির দূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। কেন্দ্রের এই অজুহাতে মোটেই খুশি নয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে পাল্টা প্রশ্ন করে বলা হয়েছে, দিল্লির দূষণমাত্রা এই চরম পর্যায়ে যাওয়ার আগেই কেনো যানবাহন চলাচলে রাশ টানা হলো না?
এখন পরিস্থিতি পর্যালোচনার জন্য কেন্দ্রীয় সরকারকে দুদিনের সময় দিয়েছে শীর্ষ আদালত। পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার। দূষণ নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্র কি পদক্ষেপ নেবে, সে বিষয়ে জানতে চেয়েছে আদালত। এখন কেন্দ্র এবং দিল্লির কেজরিওয়াল সরকার দূষণ নিয়ন্ত্রণে কি ভূমিকা নেন, সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট