Trending
ভারতের ক্যাপ্টেন্সিতে সফল জি-২০
দরাজ সার্টিফিকেট দিয়ে ভারতের পাশে চিন
জি-২০র সাফল্যকে তুলে ধরে পাশে দাঁড়িয়েছে আমেরিকা
জি-২০র সাফল্যের সুর শোনা গিয়েছে রাশিয়ার গলাতেও
যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার নাম উচ্চারণ করেনি ভারত
রাশিয়ার নাম উঠে আসুক, কখনই চায় নি চিন
ভারত চেয়েছিল রাশিয়ার নাম উল্লেখ না করে দেওয়া হোক যুদ্ধ বিরোধী প্রস্তাব
দিল্লির ঘোষণা পত্রে সেভাবেই তুলে ধরা হয়েছে যুদ্ধের প্রসঙ্গ
সেই প্রস্তাবে সায় দেয় জি-২০-র অনুষ্ঠানে আসা প্রত্যেকটা দেশ
মনে করা হয়েছিল প্রস্তাবে বাধা দিতে পারে আমেরিকা
সেক্ষেত্রে সুর নরম করতে দেখা গেল বাইডেনকে
আমেরিকার বিরোধিতা না আসার কারণেই কার্যত ছক্কা হাঁকাল ভারত
মার্কিন মুলুক তাই জানিয়ে দেয়, দিল্লির জি-২০ অত্যন্ত সফল
তবে চিনের দরাজ সার্টিফিকেট দেবার কারণ?
গ্লোবাল পলিটিক্সে চিন এবং রাশিয়া এখন ফ্রন্টফুটে মিত্র শক্তি
রাশিয়ার কর্তা ভ্লাদিমির পুতিন অনুপস্থিত ছিলেন
পুতিনের দেখাদেখি উপস্থিত ছিলেন না চিনের কর্তা জিনপিং
তবে পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ সেরেছিলেন প্রধানমন্ত্রী মোদী
যদিও জিনপিং-এর না আসার কারণ নিয়ে কথা হয়নি মোদীর সঙ্গে
রাশিয়ার তরফ থেকে এসেছিলেন বিদেশমন্ত্রী সার্জেই লাভরভ
চিনের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী লি কুইয়াং
তিনিই দেশে ফিরে শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দেন
তারপর দরাজ সার্টিফিকেট আসে চিনের পররাষ্ট্রমন্ত্রক থেকে
মুখপাত্র মাও নিং একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন
আর সেখানেই ভারতের কূটনৈতিক চালের প্রশংসা করেন তিনি
যেভাবে জি-২০ বৈঠক ভারত সামলেছে, সেই বার্তা পৌঁছে গিয়েছে বিশ্বের কাছে
ভারতের ডিপ্লোম্যাসি নিয়ে আজ কথা বলছে গোটা বিশ্ব
চিনের সঙ্গে ভারতের সম্পর্কে শীতলতা থাকলেও ভেসে এলো চিনের প্রশংসাবার্তা
আর সেটা ভারতের ডিপ্লোম্যাটিক ভবিষ্যতকে অনেকটা সাহায্য করবে
চিন এবং রাশিয়াকে নিয়ে ভারতের পক্ষে এগোনো অনেকটাই মসৃণ হবে
তাই বলাই যায়, ভারত ডিপ্লোম্যাসির ময়দানে এখন অনেকটাই স্বস্তিতে
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ