Daily

রাজ্যে যখন করোনা গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী, সংক্রমণের ঘর পার করেছে ইতিমধ্যে ২৫ হাজার। পথ চলতি সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশের লাঠিও যখন কম পড়ছে, সেখানে একেবারে অভিনব কায়দায় মানুষকে সচেতন করতে আসরে নামলো, দেগঙ্গা ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মাস্ক না পড়লেই গলায় পরিয়ে দেওয়া হচ্ছে রজনীগন্ধার মালা। খাইয়ে দেওয়া হচ্ছে লাড্ডু। তুলে রাখা হচ্ছে ছবি। দেখুন আজকের দেগঙ্গা কার্তিকপুর জুড়ে মানুষকে সচেতন করার অভিনব কায়দা।
হঠাৎ কেনো এরকম কর্মসূচি নেওয়া হলো? সেই প্রসঙ্গে ২নং ব্লকের সভাপতি অরূপ বিশ্বাস বলছেন, যদি মানুষের একটু সম্বিত ফেরে।
আর যারা মাস্ক না পড়ে রাস্তায় বেরিয়ে গলায় ফুলের মালা পড়লেন, তারা কি বলছেন শুনুন
তবে, মাস্ক নিয়ে অজুহাতের কোনো খামতি নেই পথচলতি সাধারণ মানুষের। কেউ বলছেন ভুলে গিয়েছি। কেউ বলছেন পকেটে রয়েছে। শুনুন ইনিও কি বললেন।
তবে বিষয়টা যে নিঃসন্দেহে অভিনব তা স্বীকার করে নিয়েছেন সাধারণ মানুষরাও। এরপরেও প্রশ্ন থেকেই যাচ্ছে, আর কবে সচেতন হবেন সাধারণ মানুষ?
বিক্রম লাহা
দেগঙ্গা