Market
বি পি এন ডেস্ক: করোনার কাঁটায় বিদ্ধ হয়ে একরকম তীব্র ক্ষতির মুখে পড়ে গাড়ি থেকে টিভি, ফ্রিজের বাজার। মানুষের পকেটে টান পড়ায় গাড়ি শিল্প থেকে ভোগ্যপণ্যের বাজারে নামে অমাবস্যা। আমজনতার মধ্যে চাহিদা তলানিতে ঠেকায় রীতিমত আশঙ্কায় দিন গুনতে শুরু করে সংস্থাগুলো। এরপর অবশ্য বাজারমুখি হতে থাকে মানুষ। যে চাহিদা তলানিতে নেমেছিল, সেই চাহিদাই আবার বাড়তে শুরু করে। ক্রমশ আতঙ্ক কাটতে থাকে সংস্থাগুলির। কিন্তু ফের সমস্যার মুখে পড়তে হচ্ছে কোম্পানিগুলিকে। এবার বিক্রি নয়, সমস্যা উৎপাদনে।
গাড়ি হোক বা ফোন, ফ্রিজ- এই সকল পণ্য তৈরি করতে খুব গুরুত্বপূর্ণ উপাদান হল সেমিকন্ডাক্টর। যার একটা ভয়ঙ্কর অভাব তৈরি হওয়ার জন্য গাড়ি থেকে ভোগ্যপণ্য শিল্পে নামতে পারে চরম দুর্দশা। আগামী দিনে ব্যবসার ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বলেও মনে করছে শিল্পমহল।
বর্তমানে বৈদ্যুতিক যন্ত্রাংশের ব্যবহার অত্যন্ত বেড়ে যাওয়ায় প্রয়োজন পড়ে চিপের। এই চিপ তৈরিতে আবার সেমিকন্ডাক্টরের প্রয়োজন। কোভিড কালে ফোন, ল্যাপটপের চাহিদা আকাশছোঁয়া হয়ে পড়ে। একইভাবে চাহিদা বাড়ে গাড়ি শিল্পে। কিন্তু সেমিকন্ডাক্টরের অভাবে চিপের জোগানে লাগে জোর ধাক্কা। ভারতে আপাতত কোন সংস্থা বন্ধ না হলেও আমেরিকায় সাময়িকভাবে তালা ঝোলাতে চলেছে হোন্ডার মত একাধিক গাড়ি বিক্রেতা। সেমিকন্ডাক্টরের অভাবে রফতানি ব্যবসা ২৫% গুটিয়ে নেবে বলে জানিয়েছে হোয়ার্লপুল। দক্ষিণ কোরিয়াতেও একই পথ অনুসরণ করবে হুণ্ডাই মোটর্স। একদিকে যখন চাহিদা বৃদ্ধি বাজারে ফিরে এসেছে তখন অন্যদিকে উৎপাদন শিল্পে টান পড়ায় ব্যবসায় বড় রকমের ক্ষতির মুখে পড়তে পারে গাড়ি থেকে ভোগ্যপণ্যের শিল্প।