Market
লেখা- বাংলায় ঘুচবে বেকারত্ব
লেখা- জোয়ার আসবে কর্মসংস্থানে
সৌজন্যে আদানি গ্রুপ
অবশেষে বাংলার ভাগ্যে শিকে ছিঁড়ছে। কথামতন তাজপুর বন্দর তৈরির ছাড়পত্র হাতে পেল আদানি গ্রুপ। সায় দিয়েছে রাজ্য সরকার। বিনিয়োগ হতে চলেছে ১৫ হাজার কোটি টাকা। এছাড়াও গভীর সমুদ্র বন্দরের পরিকাঠামো তৈরিতে খরচ হতে পারে আরও ১০ হাজার কোটি টাকা। অর্থাৎ শুধু তাজপুর বন্দর ঘিরেই আদানি গ্রুপের বিনিয়োগ হতে চলেছে ২৫ হাজার কোটি টাকা মতন। আর কর্মসংস্থান হতে চলেছে প্রায় ২৫ হাজার মানুষের।
প্রসঙ্গত, এই বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ধনকুবের গৌতম আদানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন রাজ্যে। তখনই তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরির আগ্রহ প্রকাশ করেন তিনি। তারপরেই রাজ্য সরকার তাজপুর সমুদ্র বন্দর প্রকল্প বাস্তবায়নে উঠেপড়ে লাগে। কর্মসংস্থানে যে ভালোরকম জোয়ার আসবে, সেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেও। অবশেষে এই প্রকল্প বাস্তবায়নে পড়ল সিলমোহর। আর সব ঠিক থাকলে এটাই হতে চলেছে বাংলার সর্বপ্রথম গভীর সমুদ্র বন্দর। জানা গিয়েছে, বন্দর তৈরি করা হবে তাজপুর থেকে ৫ কিমি দূরে। এই বন্দর তৈরি হলে উত্তরবঙ্গ থেকে বাণিজ্যের পথ আরও অনেকটা মসৃণ হবে। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরি হলে, বাংলার অর্থনীতিতে ভালোরকম জোয়ার আসবে। সর্বোপরি, কর্মসংস্থানের জোয়ার আসবে বাংলায়। এখন এই প্রকল্প কতদিনে বাস্তবায়িত হতে পারে, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন বাংলার মানুষ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ