Daily
ফের প্রকাশ্যে এলো আর এক আর্থিক দুর্নীতি। আর এই কেলেঙ্কারির তদন্তে নেমেছে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই চেন্নাই ও কলকাতার অফিসে তল্লাশি চালিয়ে ৯ কোটি টাকা উদ্ধার করল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই কলকাতার লেক মার্কেট সংলগ্ন বহুতলে তল্লাশি শেষ করেছে ইডি। তবে কলকাতার আরও বেশকিছু জায়গায় ইডি তল্লাশি চালতে পারে বলেই খবর।
আর এর ফলেই মনে করা হচ্ছে, আরও বাড়তে পারে উদ্ধার হওয়া টাকার পরিমান। আর কলকাতার বুকে লটারি সংস্থার অফিস থেকে বিপুল অর্থ উদ্ধার হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই এই ঘটনায় কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে তিনি বলেন, মাটিন লাটারি, ডিয়ার লটারি নিয়ে গত দু’বছর ধরে আমি বলে এসেছি। এগুলি সব ভাইপো লটারি। তৃণমূলের ইলেক্টোরাল বন্ডে ৬০০ কোটি টাকা এসেছে। এমনকি সাড়ে ৪ হাজার কোটি টাকা রাজ্য সরকারকে ট্যাক্স দিয়েছে’ বলে বিস্ফোরক দাবি করেন বিরোধী দলনেতা।
এই বিষয়ে তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন দেখুন –
একইভাব এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন cpim রাজ্য সম্পাদক মহ সেলিম।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি লোকসভা নির্বাচনের আগে সান্তিয়াগো মারটিনের সংস্থা ফিউচার গেমিং। আর এই সংস্থায় চালায় ডিয়ার লটারি। আর এই সংস্থার দফতরে টানা তল্লাসি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্তে নেমে ইডি সূত্রে জানা গেছে, এই ফিউচার গেমিং সংস্থার বিরুদ্ধে রয়েছে কোটি কোটি টাকার কড় ফাঁকি দেওয়ার অভিযোগ। এছারাও রয়েছেন নানান আর্থিক দুর্নীতির অভিযোগ। আর এই লটারি কেলেঙ্কারির মাধ্যমে প্রভাবশালী ব্যাক্তির কাছে টাকা পৌছনো থেকে শুরু করে কালো টাকাকে সাদা কড়া হয়েছে।
তবে এই বিষয়ে তৃনমূল নেতা কুণাল ঘোষ ঠিক কি প্রতক্রিয়া দিয়েছেন দেখুন।
একেই ট্যাব কেলেঙ্কারি নিয়ে অস্বস্তিতে সরকার। তার উপর আবার সামনে এলো এই লটারি দুর্নীতি। ইডি কি পারবে এই কেলেঙ্কারির রহস্য ভেদ করতে? সেদিকেই চোখ থাকবে আমাদের। এই বিষয়ে আপানদের কি মন্তব্য কমেন্ট করে জানান আর দেখতে থাকুন Business Prime News. জীবন হোক অর্থবহ।