Daily
ঘাতক করোনা এবার আঘাত হানতে পারে ৫০ থেকে ৬০ বছর বয়সী মানুষদের। বিপদসীমায় দাঁড়িয়ে আছেন তাঁরাই। নতুন স্ট্রেন ফিরে আসায় এমনই আশঙ্কা করছেন চিকিৎসকেরা।
করোনা ঢেউ দ্বিতীয়বার আছড়ে পরার পরে ব্যপকহারে বেড়ে চলছে সংক্রমণ। গোটা দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে। গতকাল বাংলায় আরও নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৬১ জন। সংক্রমণের এই বহর বাড়ায় উদ্বেগে রয়েছে বাংলার চিকিৎসকমহল। কোভিড পরিস্থিতি সামলাতে তৈরি রয়েছে বিভিন্ন হাসপাতাল। হাসপাতালে ভর্তিও হচ্ছেন নতুন করে আক্রান্তরা। আর চিকিৎসকদের দাবি, সেকেন্ড ওয়েভে করোনা আক্রমণ করছে ৫০ থেকে ৬০ বছর বয়সী মানুষদেরকেই আরও বেশি করে।
হাসপাতাল সুত্রেও জানানো হয়েছে, অতিমারির প্রথম ঢেউয়ে অধিকাংশ ক্ষেত্রে ৮০-৯০% ক্রিটিকাল কেয়ার বেডে ভর্তি হয়েছিলেন প্রবীণ মানুষেরা। কিন্তু এবারের ছবিটা একেবারে আলাদা। শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আক্রান্তদের অধিকাংশের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যেই।
চিকিৎসকেরা জানাচ্ছেন, বয়স ৪৫ পেরলেই নিতে হবে ভ্যাকসিন। আর ভ্যাকসিন নিলেও কঠোরভাবে মানতে হবে সকল কোভিড বিধি। সেখানে কোন ঢিলেমির জায়গা নেই। তাহলেই হয়ত এড়ানো যাবে সংক্রমণ।।
বি পি এন ডেস্ক