Daily

বিধ্বংসী ঝড়ে দেওয়াল চাপা পড়ে কুমারগঞ্জ এলাকায় মৃত এক। আহত একই পরিবারের চারজন। বাড়িঘর ভেঙে, টিনের চালা উড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত অসংখ্য পরিবার। মৃত, আহত এবং ক্ষতিগ্রস্তদের এলাকায় শুক্রবার সকাল হতেই পৌঁছে গিয়েছেন তৃণমূল, বিজেপি সহ রাজনৈতিক দলের প্রার্থীরা। পাশে থাকার আশ্বাস দিয়েছেন সকলেই। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত এগরোটা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট, কুমারগঞ্জ, তপন, হিলি সহ বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে বয়ে যায় বিধ্বংসী ঝড়। আধঘন্টায় সেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় এলাকা। এর মধ্যে বেশিক্ষতিগ্রস্ত হয় কুমারগঞ্জ বিধানসভা এলাকা। উপড়ে পরে ইলেক্ট্রিক পোল, ট্রান্সফার্মার ও গাছ। ভেঙে পরে মাটি ও ইটের দেওয়াল।
এরকমই একটি ইটের বাড়ির দেওয়াল ভেঙে পরে ভোওর গ্রামপঞ্চায়েতের ভোওর খাঁড়িপাড়া গ্রামে। বহুদিন আগে পাওয়া সরকারি আবাস যোজনায় তৈরি বাড়ীর দেওয়ালও ভেঙে পরে। মারা যান বছর ষাটের মেলচো সরেন। আহত হন তার প্রতিবন্ধী মেয়ে বিশামনী মার্ডি(৩২), স্বামী রবি মার্ডি ও দুই নাবালক নাতি নাতনী। রবি মার্ডির বুক ও সারা শরীরে ইটের দেওয়ালে চাপা পড়া অবস্থায় ছিল। তাকে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার সকালে বালুরঘাট জেলা হাসপাতালে রেফার করা হয়। বাকি দুইজন নাবালক ও প্রতিবন্ধী মেয়ের চিকিৎসা চলছে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে ।
বালুরঘাট থেকে শিব শঙ্কর চ্যাটার্জির রিপোর্ট