Prime
Daily
কোভ্যাক্সিন ট্রায়ালে এখনই ছাড়পত্র দিচ্ছে না ডিসিজিআই
By Business Prime News | July 2, 2021
Daily
এখনই ছাড়পত্র মিলছে না কোভ্যাক্সিন ট্রায়ালে। স্পষ্ট জানিয়ে দিলো ডিসিজিআই। এখোনো কিছুদিন ১৮ বছরের বেশি বয়সীদের উপরেই চালানো হবে ট্রায়াল।
ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছিল, যে শিশুদের উপর কোভ্যাক্সিন এর ট্রায়াল শুরু করা হবে। কিন্তু এই মুহূর্তে সেই ছাড়পত্রের কার্যত নিষেধাজ্ঞা জারি করলো ডিসিজিআই। গত বৃহস্পতিবার পুণের সেরাম ইনস্টিটিউটকে সেকথা জানিয়ে দেওয়া হয়।
২-১৭ বছর বয়সীদের ওপর এখনই কোভ্যাক্সিন-এর দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালে অনুমতি দেওয়া হচ্ছে না। আগে প্রাপ্তবয়স্কদের উপরে ট্রায়াল শেষ করে তবেই শিশুদের ভ্যাক্সিনেশন করা যাবে বলে জানান হয়েছে ডিজিআই তরফে।
ব্যুরো রিপোর্ট