Market

মনের মত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পেতে চাইলে এবং কার্ড লেনদেনে ক্যাশ ব্যাক পেতে চাইলে ডিসিবি ব্যাঙ্ক বা ডেভেলপমেন্ট ক্রেডিট ব্যাঙ্ক দিচ্ছে বিশেষ সুবিধা। যার ফলে ব্যাঙ্ক গ্রাহকরা যথেষ্ট লাভের মুখ দেখতে পারবেন।
আপনি যদি ডিসিবি ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খোলেন তবে ডিসিবি এলিট সেভিংস অ্যাকাউন্টের শেষ ৮টি নাম্বার গ্রাহকেরা নিজের পছন্দমত সংখ্যা বসিয়ে করতে পারবেন। এছাড়াও ডিসিবি ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডার তাঁর ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইন বা অফলাইন মার্চেন্টকে পেমেন্ট করতেও পারবেন। এবং প্রতিটি ক্ষেত্রেই লেনদেনে পাওয়া যাবে ০.৫% ক্যাশ ব্যাক। ক্রেডিট কার্ডের মাধ্যমে কেউ যদি বিল পেমেন্ট করেন তবে সেক্ষেত্রেও পাওয়া যাবে ক্যাশব্যাক। এই ক্যাশব্যাকের সুবিধা পাওয়ার জন্য কার্ডের মাধ্যমে মাসে কমপক্ষে ৮০০ টাকা পে করতে হবে। এই অ্যাকাউন্টের মাধ্যমে মাসে সর্বাধিক ২ হাজার টাকা এবং বার্ষিক ২০ হাজার টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
ডিসিবি ক্যাশব্যাক অ্যাকাউন্টে গ্রাহকদের প্রতি ত্রৈমাসিকে গড়ে ৫০ হাজার টাকা রাখতে হবে। কোন ত্রৈমাসিকে করা লেনদেনের ক্যাশব্যাক আগামী ত্রৈমাসিকে পাওয়া যাবে। জানুয়ারি থেকে মার্চের লেনদেনে ক্যাশব্যাক পাওয়া যাবে এপ্রিলে। এই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের ডিসিবি প্ল্যাটিনাম ডেবিট কার্ড দেওয়া হবে। ডিসিবি এটিএমে এই কার্ড দিয়ে যতবার খুশি লেনদেন করা যাবে। তার জন্য কোন বাড়তি টাকা দিতে হবেনা গ্রাহকদের।
ব্যুরো রিপোর্ট