Trending
হাসপাতালে ভর্তি হয়েছেন দাউদ ইব্রাহিম।
তাঁর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক।
করাচির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে দাউদকে।
অনেকেই মনে করছেন দাউদ ইব্রাহিমকে বিষ খাওয়ানো হয়েছে।
পাক সংবাদমাধ্যম দাউদের অসুস্থতার কারণ নিয়ে মুখে কুলুপ এঁটেছে।
পাক সংবাদমধ্যম বলছে, কড়া নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে হাসপাতাল।
দাউদ যে হাসপাতালে ভর্তি, সেখানে আশেপাশে অন্য কোন রোগীকে রাখা হয়নি।
এদিকে পাকিস্তানের একাধিক জায়গায় ডাউন হয়ে গিয়েছে নেট সার্ভিস
গোপনীয়তাই মুখ্য কারণ কিনা সেই বিষয়ে জানা যায়নি কিছু
দাউদ ইব্রাহিম পাকিস্তানের করাচির বাসিন্দা
আইএসআই এক গুরুত্বপূর্ণ পদ দিয়েছে দাউদ ইব্রাহিমকে
আইএসআই-এর এডিজি পদ দেওয়া হয়েছে দাউদ ইব্রাহিমকে
আশির দশকে ভারত থেকে দুবাই পালিয়ে গেছিলেন দাউদ ইব্রাহিম
সেখান থেকে পরবর্তীকালে চলে যান সটান পাকিস্তান
১৯৯৩ সালে মুম্বই ব্লাস্টের পিছনে ছিল দাউদ ইব্রাহিমের ইশারা
কাজ চালিয়েছেন তালেবান, আল কায়েদা এবং লাদেনের সঙ্গেও
বিশ্ব জুড়ে মাদক পাচার চক্রের অন্যতম মাথা দাউদ ইব্রাহিম
ভারত সহ আমেরিকা এবং রাষ্ট্রপুঞ্জে গ্লোবাল টেররিস্টের খাতায় নাম দাউদের
৬৫ বছর বয়সে হাসপাতালে ভর্তি হতে হল কেন দাউদ ইব্রাহিমকে?
পাক সংবাদমাধ্যম এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে
পরিবারের তরফ থেকে বিষ দেবার বিষয়টা ভিত্তিহীন বলা হচ্ছে
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ