Daily
একদিকে যখন বাবা, মায়ের প্রতি অবহেলার ছবিটাই বেশি করে ধরা পড়ছে সর্বত্র, ঠিক তখন ব্যতিক্রমী ছবি ধরা পড়ল উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে। মায়ের স্মৃতিকে আগলে মায়ের মৃত্যুবার্ষিকীতে মেয়ে নামলেন সমাজ সেবায়। পথশিশু থেকে ভবঘুরেদের মুখে তুলে দিলেন খাবার। দুঃস্থ মহিলাদের হাতে তুলে দিলেন নতুন শাড়ি। বারাসাত নবপল্লীর বাসিন্দা প্রতিমা রায় চৌধুরী। যিনি তাঁর মা প্রভা রায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পথশিশু, ভবঘুরে ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন।
প্রতিমাদেবী ও তাঁর পরিবার বারাসত হৃদয়পুরে গত সোমবার দুপুরে ওই পথশিশু, ভবঘুরেদের মাছ, ভাত, মিষ্টি ফ্রুটি খাওয়ানোর ব্যবস্থা করেন। শুধু তাইই নয়, এখানকার দুঃস্থ মহিলাদের হাতে নতুন শাড়িও তুলে দেন প্রতিমা দেবী। এদিন তিনি ও তাঁর স্বামী নির্মল রায় চৌধুরীর সাঁইত্রিশতম বিবাহ বার্ষিকীও পালন করেন। পথশিশুদের দুধ, কেক,বিস্কুট, চকলেট, কলা সহ অনেক কিছুই এদিন তুলে দেন তাঁরা। পাশাপাশি সেইসব পথশিশুদের এদিন সংবর্ধনাও দেওয়া হয়। প্রতিমাদেবীর এই নজিরবিহীন উদ্যোগে সামিল ছিলেন প্রতিমাদেবীর স্বামী নির্মল রায় চৌধুরী, হৃদয়পুর নবসোপানের সম্পাদিকা রত্না রায়, সৌভিক ভট্টাচার্য, সুপর্ণা মন্ডল সহ বিশিষ্টজনেরা। তাঁদের এই উপহার পেয়ে হাসি চওড়া হয়েছে অসহায় মানুষগুলোর মুখেই।
অঙ্কিত মুখার্জী
বারাসাত