Prime
Daily
বাড়ানো হল আয়কর রিটার্নের সময়সীমা
By sanchitabpn21 | September 11, 2021
Daily
করদাতাদের জন্য স্বস্তির খবর। বাড়ানো হল আয়কর রিটার্নের সময়সীমা। নতুন সার্কুলার অনুযায়ী আয়কর জমা দেওয়ার দিন বাড়িয়ে করা হল ৩১ শে ডিসেম্বর পর্যন্ত। ইনফোসিসকে দায়িত্ব দেওয়া পোর্টালে সমস্যা হওয়ার কারণেই সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে।
সাধারনত জুলাই মাসের ৩১ তারিখের মধ্যে আয়কর জমা দিতে হয়। তবে করোনা মহামারির জেরে সেই তারিখ ইতিমধ্যেই বাড়িয়ে ৩০ শে সেপ্টেম্বর করা হয়। এরপর পোর্টালের যান্ত্রিক ত্রুটি থাকায় করদাতারা ঠিক মত রিটার্ন জমা দিতে পারছেন না বলে অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতেই ফের বর্ধিত করা হয় সময়সীমা। বাড়িয়ে করা হয় ৩১শে ডিসেম্বর অবধি।
ব্যুরো রিপোর্ট