Daily

পুজোর মরশুমে এই ই-কমার্স সাইটগুলো, এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলের সাথেই শুরু হচ্ছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়া সেল। আর এই দুই ই-কমার্স জায়েন্টই নিজের দিকে গ্রাহক টানতে তৎপর। এবার তাই দিন বদলালো ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল, কবে থেকে শুরু?
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল শুরু হওয়ার কথা ছিল ৭ই অক্টোবর থেকে শেষ হওয়ার কথা ১০ই অক্টোবর। তবে নতুন বিজ্ঞাপনী প্রচারে সংস্থা জসনিয়ে, বিগ বিলিয়ন ডে সেল এবার শুরু হচ্ছে অক্টোবরের ৩ তারিখ থেকে। ৮ দিন ব্যাপী এই সেল শেষ হবে ১০ তারিখেই। বিশেষত মোবাইলের উপর বাম্পার ছাড় পাবেন ক্রেতারা। আর ক্রেতার যদি অ্যাক্সিস ব্যাংক বা আইসিআইসিআই ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড থাকে, তাহলে এক্সট্রা ১০% ছাড় পেয়ে যাবেন তিনি।
পোকো, অপ্পো, মাইক্রোম্যাক্স, মটোরোলা কোম্পানির মোবাইলে রয়েছে এক্সক্লুসিভ ছাড়। ফ্লিপকার্ট প্লাস মেম্বাররা পেয়ে যাবেন একদিন আগেই থেকে অ্যাক্সেসের সুবিধা।
ব্যুরো রিপোর্ট