Daily
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের কৃষি দফতরের উদ্যোগে আজ পাঁচবেরিয়া গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে আয়োজন করা হলো ১০০ জন কৃষককে নিয়ে একদিনের কৃষি কর্মশালা।
এদিন সকাল থেকেই পাঁচবেড়িয়া পঞ্চায়েতের সভা কক্ষে কৃষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর আগেও এই ব্লকেই রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় কৃষকদের দেওয়া হয়েছিল বাদশাভোগ ধানের বীজ। কৃষি দপ্তরের নজরদারিতে জেলাজুড়ে বাদশাভোগ চাষে বেশ গতি আসলেও রবি মরশুমের কথা ভেবে কিভাবে কৃষকরা আরো উন্নত মানের ধান চাষ করতে পারবেন একই সঙ্গে রবি মরশুমের আলু ও পেঁয়াজ চাষ কিভাবে বীজ শোধনের মাধ্যমে করতে পারবেন সে কথাও বললেন বিভিন্ন কৃষি বিশেষজ্ঞরা এদিনের সভায়।
পরে বিজনেস প্রাইম নিউজ দেওয়া এক সাক্ষাৎকারে ঘাটাল মহকুমার বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রদ্যুৎ গুছাইত বলেন,
একদিনের এই কৃষক সেমিনারে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ গুছাইত সহ ব্লকের সহ কৃষি অধিকর্তা শুকদেব খুটিয়া, দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুনিল ভৌমিক, কৃষি কর্মাধ্যক্ষ রাজীব দাস ঠাকুর, ব্লকের প্রযুক্তি সহায়ক পার্থপ্রতিম বাইরী। একদিনের এই সেমিনার থেকে কৃষকরা আগামী মরশুমে চাষের সঠিক দিশা পাবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রসূন ব্যানার্জি
পশ্চিম মেদিনীপুর